ইন্টারন্যাশনাল ডেস্ক

১৯ নভেম্বর, ২০১৫ ১৩:১১

আইএস দমনে রাশিয়া-ফ্রান্স একজোট

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দমনে রাশিয়া-ফ্রান্স একজোট হয়েছে।

ভূমধ্যসাগরে ফরাসি এয়ারক্রাফট ক্যারিয়ার ‘শার্ল দ্য গ’ল’-কে সব ধরনের সহযোগিতা দেবে রাশিয়ার যুদ্ধজাহাজ। সিরিয়ায় চলমান সংঘাত নিরসন না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত অব্যাহত থাকবে।

এর আগে, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ভূমধ্যসাগরীয় যুদ্ধজাহাজগুলোকে ফ্রান্সের শার্ল দ্য গ’লের সঙ্গে ‘সরাসরি যোগাযোগ’র নির্দেশ দেন।

বুধবার (১৮ নভেম্বর) শার্ল দ্য গ’ল ফ্রান্সের দক্ষিণাঞ্চলের পোর্ট অব তুলোঁ ছেড়ে যায়।

সিরিয়ায় সামরিক অভিযান বিষয়ক সভায় পুতিন রাশিয়ান আর্মির প্রধানকে নির্দেশ দিয়ে বলেন, ফ্রান্সের সঙ্গে জোট হয়ে কাজ করাটা এ মুহূর্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ।

এদিকে, আগামী ২৬ নভেম্বর সিরিয়ায় অভিযান চালানো নিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাদঁ।

আপনার মন্তব্য

আলোচিত