সিলেটটুডে ডেস্ক

১১ এপ্রিল, ২০১৮ ১৯:২৯

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে মামলার ‘রায় পর্যালোচনা কর্মশালা’

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে সম্পন্ন হয়েছে মামলার 'রায় পর্যালোচনা কর্মশালা'।

বুধবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ে সম্মেলন কক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও ইউএসএআইডি’র জাস্টিস ফর অল প্রোগ্রামের যৌথ আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

আইন বিষয়ক এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের বিভিন্ন সেমিস্টারের ১৭ জন শিক্ষার্থী অংশ নেন।

ইউএসএআইডি’র জাস্টিস ফর অল প্রোগ্রামের লিগ্যাল এসিস্টেন্ট নিশাত সুবাহ মালিহার উপস্থাপনায় এই কর্মশালায় সূচনা বক্তব্য দেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাঈম আলীমুল হায়দার।

কর্মশালায় একটি নির্দিষ্ট মামলার বিচার প্রক্রিয়া, মামলার বাদী-বিবাদীর বক্তব্য ও আইনজীবীদের স্বপক্ষে দেয়া আইনি যুক্তি ও মামলার রায় নিয়ে শিক্ষার্থীরা দলগত পর্যালোচনায় অংশ নেন এবং শিক্ষার্থীরা দলগত পর্যালোচনার অভিজ্ঞতা উপস্থাপন করেন। কর্মশালাটি পরিদর্শন করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আতফুল হাই শিবলী।

কর্মশালার সমাপনী বক্তা ছিলেন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আবুল হাসনাত ইবনে আবেদিন। এতে বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত