সিলেটটুডে ডেস্ক

১৩ নভেম্বর, ২০১৮ ২১:৪৫

সুনামগঞ্জ-২ আসনে গণতন্ত্রী পার্টির গুলজার আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল গণতন্ত্রী পার্টির সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক গুলজার আহমদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।  

মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থী হিসেবে দলীয় সিদ্ধান্ত মোতাবেক মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

গুলজার আহমদ জানান, আমরা ভাটি বাংলার মানুষ। জল ও জমি এই দুটিকে অবলম্বন করেই জীবন-জীবিকার পথ খুঁজি। একমাত্র বোরো ফসলের উপর আমরা নির্ভরশীল। তাই হাওরপাড়ের সুবিধা বঞ্চিত মানুষের কথা বলতেই জাতীয় সংসদে যেতে চাই। আমি দীর্ঘদিন যাবত দিরাই-শাল্লার তৃণমূল মানুষের কাছে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শুনেছি। অত্র এলাকার মানুষ গতানুগতিক রাজনৈতিক ধারার পরিবর্তন চায়। গণতন্ত্রী পার্টির পক্ষ থেকে পরিবর্তনের ডাক দিয়ে দিরাই-শাল্লার সুবিধা বঞ্চিত মানুষের দাবী বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে পার্টির আহবানে এবারের নির্বাচনে আমি প্রার্থী হতে যাচ্ছি।

সুনামগঞ্জ-২ আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া চেয়ে এই আসনটিতে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত