সিলেটুডে স্পোর্টস ডেস্ক

২৬ এপ্রিল, ২০১৫ ২৩:১৩

নেপাল থেকে বিশেষ বিমানে দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা

ভূমিকম্পে বিপর্যস্ত নেপাল থেকে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরিয়ে আনা হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৪ মহিলা ফুটবল দলকে। এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল আসরে নেপালে ছিল তাঁরা।  শনিবার ঐ টুর্নামেন্টের  ফাইনাল খেলার কথা ছিল তাদের, তবে ভয়াবহ ভূমিকম্পে খেলা বাতিল তো হয়ই তাদের নিয়ে দেশে তৈরি হয় গভীর উদ্বেগ।

শেষ পর্যন্ত নিরাপদের তাদের দেশে ফিরিয়ে আনা হল। নেপালে ত্রাণ সামগ্রী ও উদ্ধারকারী দল নিয়ে বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট রোববার সেদেশে গিয়েছিল, ওই বিমানেরই ফিরতে যাত্রায় ক্ষুদে প্রমীলা ফুটবলারদের নিয়ে আসা হল নিজভূমে।

বিমানবন্দরে নেমে ফুটবলাররা স্বস্তির নিঃশ্বাস ফেলে সংবাদমাধ্যমকে বলেন, ঘটনার দিন প্রচণ্ড ভয় পেয়েছিলেন তাঁরা। ছয় তলার হোটেল কক্ষ থেকে দৌড়ে নেমে আসেন আতঙ্কগ্রস্ত হয়ে। অবশেষে সুস্থ অবস্থায় বাংলাদেশে ফিরতে পেরে স্বস্তি-বোধ করছেন বলে জানান দলের সবাই।

আপনার মন্তব্য

আলোচিত