ক্রীড়া প্রতিবেদক

১৫ মে, ২০১৯ ১৪:২৬

অপরাজিত থাকার মিশনে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড

এরকম একটা সুযোগের অপেক্ষায় ছিলো বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে এক ম্যাচ হাতে থাকতেই। এই অবস্থায় আজ আয়ারল্যান্ডের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে  ডাবলিনের ম্যালাহাইড মাঠে নামছে টাইগাররা। এ ম্যাচ জিতলেই অপরাজিত থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

তাই বিশ্বকাপকে সামনে রেখে নিয়ম রক্ষার এ ম্যাচে নিজেদের সাইড বেঞ্চটাকেও যাচাই করে দেখার সুযোগ পেলো বাংলাদেশ দল। ফলে আজ নিয়মিত একাদশের বেশ কয়েকজন খেলোয়াড় বিশ্রামে গিয়ে সেখানে মাঠে নামতে পারেন অনিয়মিত খেলোয়াড়রা।

অন্যদিকে বিশ্বকাপের ঠিক আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জয় হবে বাংলাদেশের অনেক বড় অর্জন। ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজকে দুবার হারিয়ে বাংলাদেশ সহজেই পৌঁছে গেছে ফাইনালে। আর  বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় সিরিজে এখনও কোনো ম্যাচ হারেনি বাংলাদেশ।  আজকের ম্যাচেও অপরাজিত থাকার মিশন মাশরাফির দলের।  বিশ্বকাপের ঠিক আগে লাল-সবুজ জার্সিধারীদের প্রতিটি ম্যাচ জয় হবে বাড়তি পাওয়া। নিজেদের ঝালিয়ে নেওয়ার মিশনে প্রতিটি জয় দেবে আত্মবিশ্বাস।

শেষ ম্যাচে বাংলাদেশ নামবে ফুরফুরে মেজাজ নিয়েই।  দলের প্রতিটি ক্রিকেটার নিজেদের সাফল্য উপভোগ করছে গাঢ়ভাবে। ম্যাচের আগেরদিন মঙ্গলবার ছিল না আনুষ্ঠানিক কোনো অনুশীলনও।  ঐচ্ছিক অনুশীলন করেছেন কয়েক ক্রিকেটার।  আইরিশদের বিপক্ষে সাইডবেঞ্চের পরীক্ষা-নিরীক্ষাও হতে পারে।

আয়ারল্যান্ড সফরে আছেন ১৯ ক্রিকেটার। ক্যারিবীয়ানদের বিপক্ষে একাদশে না থাকা কয়েকজন আজ মাঠে নামবেন। এদের মধ্যে রুবেল, মোসাদ্দেক ও লিটনের দলে ঢোকা নিশ্চিত। বিশ্রামে যাবেন মুস্তাফিজ ও মিরাজ। লিটন দলে ঢুকতে পারেন তামিমের জায়গায়।  নাঈম হাসান, ইয়াসির আলী ও ফরহাদ রেজা দলে আসছেন না মোটামুটি নিশ্চিত।  ফাইনালেও তাদের থাকার সম্ভাবনা নেই। ফলে আয়ারল্যান্ড থেকে খালি হাতেই দেশে ফিরতে হবে এ ত্রয়ীকে।  তাসকিনের কপাল খুলতে পারে।  অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আজ বিশ্রামে থাকলে খেলতে পারেন তাসকিন।

একাদশে পরিবর্তন আসলেও দলের মূল লক্ষ্য জয়।  আয়ারল্যান্ডের বিপক্ষে ৯ ম্যাচে বাংলাদেশের জয় ৬টিতে। হেরেছে ২টিতে, ফল হয়নি ১ ম্যাচে। ২০১০ সালের পর আইরিশদের বিপক্ষে কখনো হারেনি বাংলাদেশ। জয়ের সেই রেকর্ড ধরে রাখতে মরিয়া বাংলাদেশ। এজন্য আয়ারল্যান্ডের বিপক্ষে আগামীকালের ম্যাচটিতেও বাংলাদেশ বেশ সিরিয়াস।

আপনার মন্তব্য

আলোচিত