স্পোর্টস ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৪৭

বিদ্রোহের হুমকি বার্সেলোনার খেলোয়াড়দের

বিদ্রোহের হুমকি দিলেন ফুটবল ক্লাব বার্সেলোনার খেলোয়াড়রা। বার্সেলোনার খেলোয়াড়দের ধারণা, তাদের ঘাড়ে সব দোষ দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে চায় বোর্ড। ক্লাবকে সে সুযোগ দিতে চাচ্ছে না খেলোয়াড়েরা। এ কারণেই গেটাফের বিপক্ষে ম্যাচের পরই বোর্ডকে সবার সামনে সতর্ক করে দিলেন বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার পিকে।

কাতালান পত্রিকা মুন্ডো দেপোর্তিভোতে বার্সার খেলোয়াড়দের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করা হয়েছে। এরপর সবাই মিলে ডিনার করার সিদ্ধান্ত নিয়েছিলেন পিকেরা। পিকের দাবি সে খবরগুলো বার্সেলোনা বোর্ডের ইঙ্গিতেই করা হয়েছে।

কাল গেটাফের বিপক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পিকে। তিনি সাংবাদিকদের বলেন, ‘দলের সবাই ডিনারের ব্যবস্থা করেছিল। এটা সবার জন্যই খুব ভালো ছিল। আমাদের সবাইকে একত্র হতে হবে। আর আমি যখন একত্র হওয়ার কথা বলি, তখন সমর্থক ও বোর্ডকে অংশ হওয়ার কথা বলছি।’

তিনি আরো বলেন, ‘আমরা রাগ করতে চাই না। একজন যখন রাগতে চায় না তখন ঝগড়াও হয় না। আমরা এ ক্লাবকে জানি এবং আমরা জানি এই পত্রিকাগুলো কারা। এবং যদিও নাম লেখা নেই, তবু আমরা জানি এসব প্রতিবেদন আসলে কে লিখে। আমরা রাগ করতে চাই না। আমরা শুধু মাঠে নামতে চাই এবং জিততে চাই। আশা করব যেখানে কোনো ঝামেলা নেই সেখানে যেন কেউ লড়াই বাধানোর চেষ্টা না করে। আমরা সেটা চাই না। এ ক্লাবের সংহতি ধরে রাখা দরকার। তা না হলে নিজেদের ক্ষতি করব আমরা।’

আপনার মন্তব্য

আলোচিত