ক্রীড়া প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০১৫ ২৩:১৪

‘নিরাপত্তার জন্য অস্ট্রেলিয়া বাংলাদেশে না এলে আকাশ থেকে পড়ব’, বললেন এক অস্ট্রেলীয়

ফাইল ছবি

নিরাপত্তার অভাবে নির্ধারিত সফরে বাংলাদেশে না এলে আকাশ থেকে পড়বেন বাংলাদেশ দলের অস্ট্রেলীয় ফিজিও ব্রেট হ্যারপ।

বর্তমানে এ দলের সাথে ভারত সফরে থাকা ব্রেট অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর স্থগিত করা বিষয়ে বেসরকারি টেলিভিশন একাত্তর টিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ' আমি দীর্ঘদিন থেকে এখানে কর্মসূত্রে বাস করছি, কখনই নিরাপত্তার অভাববোধ করিনি, জাতীয় নির্বাচনের সময় কিছু সমস্যা হয়েছিল কিন্তু সেটা ক্রিকেটে কোন বিঘ্ন ঘটায় নি। এখন বাংলাদেশ অত্যন্ত নিরাপদ, নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়া বাংলাদেশে না এলে আমি আকাশ থেকে পড়ব সেটি হবে ক্রিকেটের জন্য খুবই দুঃখজনক ঘটনা'।

প্রসঙ্গত, সফর শুরুর মাত্র দুই দিন আগে খেলোয়াড়দের 'নিরাপত্তার' অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর সাময়িক স্থগিত করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। শনিবার (২৬ সেপ্টেম্বর) ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট এ তথ্য জানায়।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, খেলোয়াড়দের নিরাপত্তা বিবেচনায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কাদেশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা দল বাংলাদেশ সফর করে ফিরে গিয়েছে, দেশের নিরাপত্তা রক্ষায় জড়িত সকল সংস্থার প্রধানরা তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি দেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, অস্ট্রেলিয়াকে চারস্তরের নিরাপত্তা বলয়ে রাখা হবে যা এর আগে কোন ক্রিকেট দলকে দেয়া হয়নি, তবু ওরা না এলে তা হবে দুঃখজনক। 

আপনার মন্তব্য

আলোচিত