সোশ্যাল মিডিয়া ডেস্ক

০৬ এপ্রিল, ২০১৭ ১৫:০৭

সমকামীদের উপর হামলা : বিভিন্ন দেশে পুরুষদের হাতে হাত রেখে প্রতিবাদ

রাস্তায় দুই সমকামী পুরুষের উপর হামলার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে হাতে হাত ধরে ছবি তুলে তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ডাচ পুরুষরা।

গত রোববার (২ এপ্রিল) নেদারল্যান্ডস এর এক রাস্তায় দুই সমকামী পুরুষের উপর হামলার প্রতিবাদ জানাতেই এমন ছবি পোস্ট করছেন পুরুষরা।

পোস্ট করা ছবিগুলোতে হ্যাশট্যাগ হিসেবে ‘#হাতে হাত’ এবং ‘#সব মানুষের হাতে হাত’ লেখাও সংযুক্ত করেন তারা। শুধু নেদারল্যান্ডসেই নয়, এ প্রতিবাদে অংশ নেন বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা দেশটির রাজনীতিবিদ, সেলেব্রিটি, ফুটবলারসহ নানান পেশায় নিযুক্ত কর্মীরা।

এর আগে এসপার ভার্নেস সিওরাতান (৩৫) ও রনি সিওরাতান ভার্নেস (৩১) নামের এক সমকামী যুগল অভিযোগ করেন, তারা গত রোববার ভোরে দেশটির পূর্বাঞ্চলে একদল দুর্বৃত্তের হামলার শিকার হন। হামলায় আক্রান্ত ওই যুগল ডাচ টক শো ‘পাও’ তে হাজির হয়ে এ হামলার বিরুদ্ধে হাতে হাত ধরে প্রতিবাদের আহ্বান জানান।

তাদের এ আহ্বানে সাড়া দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাচ পুরুষরা এই অভিনব প্রতিবাদে অংশ নেন, যা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচারণা পেয়েছে। পরবর্তীতে বিশ্বের অনেক জায়গায় পুরুষ বন্ধুত্ব এবং শ্রদ্ধার প্রতীক হিসেবে হাতে হাত ধরে ছবি পোস্ট করার মাধ্যমে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন অনেকে।

সূত্র: বিবিসি।

আপনার মন্তব্য

আলোচিত