সোশ্যাল মিডিয়া ডেস্ক

০৭ এপ্রিল, ২০১৭ ২২:৪৫

‘সিলেটে রাজনীতি হলো ব্যক্তি লীগ, এখানে বঙ্গবন্ধুর আদর্শের চর্চা কম’

সিলেটে রাজনীতি হলো ব্যক্তি লীগ ঐখানে বঙ্গবন্ধু কিংবা নেত্রীর আদর্শের জন্য লড়াইয়ের চর্চা খুব কম।-এমন মন্তব্য করেছেন ছাত্রলীগে কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন নাজমুল। স্ট্যাটাসে ফেসবুক আর মোটরসাইকেল মহড়ার ছাত্রলীগ নেতাদের বীরত্ব ফলানো নিয়েও সমালোচনা করেন সংগঠনটির সাবেক এই শীর্ষ নেতা।

সিদ্দিকী নাজমুল আলম ফেসবুকে লিখেন-

ফেসবুকে দেখে তো মনে হয় সিলেট সবচাইতে শক্তি শালী ইউনিট আর মটরসাইকেল মহড়া দেখে তো মনে হয় লক্ষ লক্ষ সমর্থক আর একেক জনের চশমা পরা ফাপরবাজি দেখে তো মনে হয় বড় হ্যাডম

ফেসবুকে আগুন না জ্বালাইয়া জবাবটা রাজপথে দিলেই ভালো যদিও এটা দেবার ক্ষমতা সিলেটে নেই কারণ সিলেটে রাজনীতি হলো ব্যক্তি লীগ ঐখানে বঙ্গবন্ধু কিংবা নেত্রীর আদর্শের জন্য লড়াইয়ের চর্চা খুব কম।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে নগরীর সুবিদবাজারে হামলার শিকার হন সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার। ছাত্রলীগের অভিযোগ, ছাত্রদল সন্ত্রাসীরা তুষারের উপর হামলা চালিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত