চয়ন চৌধুরী

২৬ জানুয়ারি, ২০১৮ ০১:৪১

সিলেটে পাথরখেকো চক্রকে থামাবে কে?

উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও প্রতিনিয়ত পাথরখেকো চক্র দুর্দমনীয়ভাবে চালিয়ে যাচ্ছে ধ্বংসযজ্ঞ! প্রশাসনের যন্ত্রদানব বিরোধী অভিযানের পরও প্রায়ই কোয়ারির গভীর গর্ত ধ্বসে মাটিচাপায় শ্রমিকের নির্মম মৃত্যু হচ্ছে!

স্থানীয় প্রশাসন নিয়মিত অভিযানের কথা বললেও কাজের কাজ কিছুই হচ্ছে না!

জৈন্তাপুরে কোয়ারির দখল নিয়ে দুই আওয়ামী লীগ নেতার পক্ষের লোকজনের সংঘর্ষে একজন নিহতের ঘটনাও ঘটেছে। এই মামলায় ২৫ জানুয়ারি আদালত আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ খবর সংগ্রহ করতে গিয়ে সিলেট আদালত চত্বরেই হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক।

প্রকৃতি ধ্বংসের পাশাপাশি পাথরখেকো এই চক্র সরকারেরও বারোটা বাজাচ্ছে; তাও কি সংশ্লিষ্টরা বুঝতে পারছেন না?

আদালতের মত জায়গায় কঠোর নিরাপত্তার মধ্যেও এদের হাতে নিরাপদ নন পেশাগত দায়িত্ব পালনে যাওয়া সাংবাদিক!

নাকি এই চক্রের কাছে রাষ্ট্র-প্রশাসনও অসহায়?

  • চয়ন চৌধুরী: সাংবাদিক

ফেসবুক থেকে

আপনার মন্তব্য

আলোচিত