সোশ্যাল মিডিয়া ডেস্ক

০৭ ফেব্রুয়ারি , ২০১৮ ১৯:২৪

হয় লাশ না হয় ইতিহাস: ছাত্রদল সভাপতি

'আগামীকাল যাই করুন সম্মিলিত ভাবে যোগাযোগ রেখে করুন।আল্লার ওয়াস্তে তামাশার গ্রুপবাজির মিছিল করবেন না।'- বুধবার ফেসবুকে এমন আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার নির্ধারিত তারিখ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এই মামলার প্রধান আসামী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আলোচিত এই মামলার রায় ঘোষণা নিয়ে দেশব্যাপী উত্তেজনা দেখা দিয়েছে। একদিকে চলছে পুলিশের ধরপাকড়। অন্যদিকে রায়কে ঘিরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি এর অঙ্গসহযোগী সংগঠন।

এমন পরিস্থিতিতে রায় ঘোষণার আগেরদিন বুধবার ফেসবুকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাঈদ আহমদ।

ফেসবুকে তিনি লিখেন-

আগামীকাল যাই করুন সম্মিলিত ভাবে যোগাযোগ রেখে করুন। আল্লার ওয়াস্তে তামাশার গ্রুপবাজির মিছিল করবেন না।

দশের লাঠি একের বোঝা।

একটি লাঠি ভেঙ্গে ফেলা সহজ কিন্তু একত্রে দশটি লাঠি ভাঙ্গা সহজ নয়।
আগামীকাল যদি পালিয়ে যান মনে রাখবেন বাকি জীবন পালিয়ে বেড়াতে হবে।
৫/১০ বছর পালিয়ে থাকার চেয়ে ৫ মাস জেলে থাকাই উত্তম।
তাই আগামীকাল হয় লাশ না হয় ইতিহাস।

বুধবার বিকেল ৪ টার দিকে জেলা ছাত্রদল সভাপতি ফেসবুকে এমন স্ট্যাটাস দেন। সন্ধ্যা পর্যন্ত তাঁর স্ট্যাটাসে লাইক করেছেন প্রায় ৫শ' জন। আর মন্তব্য করেছেন আরো শতাধিক ফেসবুক ব্যবহারকারী।

আপনার মন্তব্য

আলোচিত