মাহবুব কবির মিলন

১৭ জুন, ২০১৮ ২০:২৪

পল্লী বিদ্যুৎ, অশান্তির অপর নাম

পল্লী বিদ্যুৎ, অশান্তির অপর নাম। বৃষ্টির প্রথম ফোটায় যার জীবন প্রদীপ নিভে যায়। উন্নয়নের সুফল পল্লীর জনগণ কখনোই পাবে না, যদি পল্লী বিদ্যুৎ সমিতির উন্নয়ন না হয়। বিদ্যুৎ সরবরাহে দেশ ভেসে গেলেও দেশের ৮০% শতাংশ মানুষকে দিন রাতের অধিকাংশ সময় অন্ধকারে থাকতে হবে।

গতকাল ঈদের দিনে কোন ঝড় বৃষ্টি বাতাস ছিল না। দুপুর পর্যন্ত ৪/৫ বার বিদ্যুৎ ছিল না। প্রতিবার এক ঘন্টা বা তারও বেশি। আজ ভোরে কিছু বৃষ্টি হয়েছে, সামান্য বাতাসও ছিল না। এখন পর্যন্ত বিদ্যুৎ আসেনি।

এগুলো কিন্তু শেডিং নয়। জাতীয় গ্রীডে পর্যাপ্ত বিদ্যুৎ।

মানুষ কিন্তু গালাগালি করছে সরকারকে। কেন এত শেডিং!!! বিদ্যুৎ উতপাদন বেড়েছে, তা সরকারের ডাহা মিথ্যাচার!!

শেডিং মুক্ত দেশ উপহার দেয়ার পরেও শুধুমাত্র দক্ষ ব্যবস্থাপনার অভাব, সঠিক মেইনট্যানেন্স এর অভাব, মারাত্মক ত্রুটিযুক্ত বিতরণ ব্যবস্থার কারণে ২০১৮ সালেও জনগণ পর্যাপ্ত উতপাদনে সুফল পাচ্ছে না।

"শেডিং" এর নামে দুর্নামের ভাগিদার হতে হচ্ছে সরকারকে।

পল্লী বিদ্যুৎ বলে জনগণ গাছ কাটতে দেয় না। গাছের ডালপালা পাতা লেগে বারবার বিদ্যুৎ যায়। জনগণ বলে মিথ্যাচার। বাধা দেয়া দূরের কথা, আমরা তারে ডালপালা লাগার সম্ভাবনা থাকলে আমরা নিজেরাই কেটে ফেলি।

দীর্ঘ ৩৩ কেভি সঞ্চালন লাইন। দীর্ঘ জটিল বিতরণ লাইন। এনালগ ব্যবস্থাপনা, এনালগ মন মানসিকতা।

দুর্ভাগ্য আমাদের। দুর্ভাগ্য ২০১৮ সালেও পল্লী জনগণের।

অথচ শেডিং নেই। সব ফোর্স শেডিং।

(ফেসবুক থেকে সংগৃহিত)
মাহবুব কবির মিলন: যুগ্নসচিব।

আপনার মন্তব্য

আলোচিত