ডা. এহতেশামুল হক চৌধুরী

২৮ আগস্ট, ২০১৮ ২২:৪০

চিকিৎসকদের খেপিয়ে তুলতে চাইছে কারা?

স্বাস্থ্য মন্ত্রণালয় এত বেপরোয়া আচরণ করছে কেন? পরিকল্পিত ভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য ওখানে কি কেউ কাজ করছে?

একের পর এক ওলট-পালট আদেশে চিকিৎসকদের খেপিয়ে তোলার জন্য কি কেউ ক্রমাগতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে?

১) শূন্য পদের অতিরিক্ত চিকিৎসককে ওএসডি করে একদিকে ওএসডি নীতিমালার লঙ্ঘন, অন্যদিকে গ্রামীণ অবকাঠামোয় চিকিৎসকের কৃত্রিম সংকট সৃষ্টি করে অস্থিরতা তৈরি করা

২) ট্রেনিং শেষ না হওয়ার পূর্বেই ডেপুটেশন আদেশ বাতিল করা

৩) সকল বিষয়ে না দিয়ে মনগড়া কিছু বিষয়ে ডেপুটেশন দেওয়া

৪) নীতিমালা না মেনে হঠাৎ করে কোন কোন উপজেলার প্রায় সকল চিকিৎসককে (মহিলা চিকিৎসক সহ) বিভাগের বাইরে বদলি করা

৫) বিভাগীয় তদন্ত ছাড়াই ইচ্ছামত সিনিয়র চিকিৎসকদের দোষী বানিয়ে ওএসডি/বদলি করা (মন্ত্রণালয়ের ক্ষমতাসীনদের ফরমায়েশ না শোনার অপরাধে)

৬) স্বাস্থ্য অধিদপ্তরে গুরুত্বপূর্ণ পদে সরকারবিরোধীদের পদায়ন এবং তাদেরকে দিয়ে শোক দিবস পালন (তারা করেছেন উদযাপন), এবং সবশেষে

৭) হঠাৎ করে ৩৬তম বিসিএস এর চিকিৎসকদের চার বছর গ্রামে থাকার নীতিমালা করে শুধু তাদেরকে সংক্ষুব্ধই করা হয়নি বরং আন্তঃ-ক্যাডার বৈষম্যকে জাগিয়ে তোলা হলো, এসব কারা ও কেন করছে?

সরকারে লুকিয়ে থাকা ভিন্ন উদ্দেশ্য হাসিলকারী কেউ নাকি অন্য কিছু?

অচিরেই এ বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। সাধু সাবধান!

  • ডা. এহতেশামুল হক চৌধুরী: মহাসচিব, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
  • [ফেসবুক থেকে]

আপনার মন্তব্য

আলোচিত