Advertise

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক : তানজিম হাসান, সৌম‍্য সরকার ও শরিফুল ইসলামের দারুণ বোলিংয়ে ৯৮ রানে নিউজিল‍্যান্ডকে গুটিয়ে দিল বাংলাদেশ। পেসারদের দাপুটে বোলিং গড়ল রেকর্ড। ওয়ানডেতে এই প্রথম একশ রানের নিচে নিউজিল‍্যান্ডকে থামাল বাংলাদেশ। তাদের বিপক্ষে কিউইদের আগের সর্বনিম্ন ছিল ২০১৩ সালে মিরপুরের ১৬২।

বিস্তারিত