সিলেটটুডে ডেস্ক

০৬ মার্চ, ২০১৫ ১১:৪০

শুক্রবার বিকেলে সিলেটে উদীচীর র‌্যালী

 ১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল ময়দানে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে বোমা হামলা করে ১০ জন শিল্পী ও সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল। সেই দিনটিকে পরবর্তীতে উদীচী সংস্কৃতি দিবস হিসাবে পালন করে আসছে।

এই সংস্কৃতি দিবস উপলক্ষে নিহতদের স্মরণ ও এই হত্যাকান্ডের দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উদীচী শিল্পী গোষ্ঠী সিলেটের আয়োজনে আজ বিকেল ৫টায় সারদা হল থেকে এক প্রতিবাদ র্যালীর আয়োজন করা হয়েছে।

র‍্যালীতে সংস্কৃতিকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা সংসদের সভাপতি কবি একে শেরাম ও সাধারণ সম্পাদক রতন দেব।

আপনার মন্তব্য

আলোচিত