সিলেট টুডে রিপোর্ট

০১ ফেব্রুয়ারি , ২০১৫ ১৭:৫৩

সাগরদিঘীর পাড়ে শিবির-পুলিশ সংঘর্ষ, আটক ২

সিলেট নগরীর সাগরদিঘীর পাড় এলাকায় জামায়াত-শিবির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।


 সিলেট নগরীর সাগরদিঘীর পাড় এলাকায় জামায়াত-শিবির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ৪টি ককটেল নিক্ষেপ করলেও ২টি ককটেল বিস্ফোরিত হয়। এসময় পুলিশ ২ শিবির কর্মীকে আটক করে। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র ও পুলিশ জানায়- রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর সাগরদিঘীর পাড়ে চলমান অবরোধ ও হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের জামায়াত-শিবির নেতাকর্মীরা। এসময় পুলিশ তাদেরকে বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ৪টি ককটেল ছুঁড়ে মারে। তন্মধ্যে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এসময় পুলিশ জামায়াত-শিবির নেতাকর্মীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

খবর পেয়ে মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার রুকন উদ্দিনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামায়াত-শিবির নেতাকর্মীদের ধাওয়া দেয়। এসময় ৪ জনকে আটক করে পুলিশ। তবে ফটিক মালাকার ও রাশেদ আহমদ নামক দুজনকে পরে ছেড়ে দেয় পুলিশ। আটককৃত বাকি দুজন হচ্ছেন মোবারক (২২) ও শফিকুল ইসলাম (২১)।

একই সময় অবিস্ফোরিত দুটি ককটেলও উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে থাকা এসআই সুহেল  জানান- জামায়াত-শিবির নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে নাশকতার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় তারা ৪টি ককটেল নিক্ষেপ করে। পুলিশ ধাওয়া দিয়ে দুই শিবির কর্মীকে আটক করেছে।


আপনার মন্তব্য

আলোচিত