শাবুল আহমেদ, প্যারিস (ফ্রান্স)

০৮ জুন, ২০২৪ ১৮:১৪

অভিবাসীদের জীবন সংগ্রাম নিয়ে ফরাসি মঞ্চনাটকে বাংলাদেশি সোয়েব

ফ্রান্সে কাজের ক্ষেত্রে অনিয়মিত বিভিন্ন দেশের অভিবাসীদের জীবনে ঘটে যাওয়া অমানবিক ও ভয়ংকর পরিস্থিতির নানান দিক এবং অভিবাসন বিষয়ক কঠোর আইনকে উপজীব্য করে নির্মিত ফরাসি মঞ্চনাটকে চমৎকার অভিনয়শৈলী দেখিয়ে প্রশংসায় ভাসছেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি নাট্যকর্মী সোয়েব মোজাম্মেল। নাটকের মূল ভাবনাও তার নিজেরই।

শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় শিল্প-সংস্কৃতির তীর্থভূমি প্যারিসের অবারভিলিয়ে একটি হলে ম্যাক্সিম সাজেলির নির্দেশনায় "লা আভনতাজ অত কোলখ কন্দিসিঁও ইউমাইন দ্য অবখি স্য পাপিয়ে" এ নাটকটি মঞ্চস্থ হয়।

জুলিয়েন ম্যাকিও রচিত মঞ্চায়িত নাটকটিতে সোয়েব মোজাম্মেল ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুবাকার, আমিন, ডেম্বা, ফোদি, হাসান, জেলেনা, লুই, মামাদু, সালিহা, সোয়েব মোজাম্মেল, টিক্লেয়ারসহ প্রায় ১৫ জন থিয়েটারকর্মী।

৭ জুন থেকে শুরু হওয়া এ নাটকটি ৮ জুন অবারভিলিয়ে এবং ১২ জুন মন্ট্রাইলের পৃথক দু'টি হলে প্রদর্শিত হবে।

ফরাসি মঞ্চের নিয়মিত অভিনয়শিল্পী সোয়েব মোজাম্মেলের চমৎকার অভিনশৈলীর ভূয়শী প্রশংসা করে কবি ও ছড়াকার লোকমান আহম্মদ আপন বলেন, অভিবাসীদের জীবন সংগ্রাম নিয়ে খুবই সাহসী উচ্চারণ ছিল নাটকটিতে। যা আমাদের  বাংলাদেশ কিংবা অন্যান্য দেশে খুব সহজে কল্পনা করা যায় না।

ফ্রান্স যে মুক্তচিন্তা ও স্বাধীন মতপ্রকাশের দেশ, এ নাটকটির মাধ্যমে উপভোগ করলাম।

নাটকের মূল ভাবনা ও বিভিন্ন দিক তুলে ধরে সোয়েব মোজাম্মেল বলেন, ফ্রান্স মানবাধিকার দেশ বলে দাবি করে অথচ এখানে নানান ক্ষেত্রে প্রতিনিয়ত মানবিকতা লঙন হয়। কর্মসংস্থানের সুযোগ থাকে না। অথচ দেশে প্রচুর কাজের জায়গা আছে যেখান কাজের অনুমতি দিলে সরকারের পাশাপাশি ব্যক্তিও লাভ হবেন। এখানে কাগজ না থাকার কারণে  কম টাকার বিনিময়ে বেশি কাজ করতে হয় অভিবাসীদের। তাছাড়া এখানে স্থায়ী হতে গেলে পড়তে হয় কঠোর আইনের গ্যাড়াকলে। এসব বিষয়কে উপজীব্য করেই মূলতঃ  আমাদের এই পরিবেশনা।

আপনার মন্তব্য

আলোচিত