সিলেটটুডে ডেস্ক

১৮ মে, ২০১৬ ০৭:২৪

‘এক দশকে ২৫ হাজারের বেশি প্রবাসীর লাশ এসেছে’

গত এক দশকে এমনভাবে ২৫ হাজার ২২৯ প্রবাসীর লাশ এসেছে বাংলাদেশে। গত বছরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে লাশ এসেছে তিন হাজার ৩০৭ জনের। এর ৬১ শতাংশই এসেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে।

মঙ্গলবার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশনের (ইপিবিএ) উদ্যোগে ‘জনশক্তি রফতানি, প্রবাসী আয় ও নিরাপদ অভিবাসন’ শীর্ষক এক সেমিনারে লিখিত বক্তব্যে এ তথ্য তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান হোসাইন মনির।

এছাড়াও তিনি বলেন, কর্মক্ষেত্রে নানা দুর্ঘটনা ছাড়াও মস্তিষ্কের রক্তক্ষরণ, হৃদরোগ ও ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত হয়ে অকালে মারা যাচ্ছেন অনেকে।

সংগঠনের সভাপতি সাহানুর খানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইসরাফিল আলম, বায়রার সহসভাপতি আলী হায়দার চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর মহাসচিব ড. মো. শাহজাহান, ন্যূনতম মজুরি বোর্ডের সাবেক চেয়ারম্যান ইকতেদার আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, ইপিবিএ বাংলাদেশের কো-অর্ডিনেটর ইকবাল করিম নিশান প্রমুখ।

লিখিত বক্তব্যে ওসমান হোসাইন মনির বলেন, অনেক সময় ভিসা জটিলতার কারণে প্রবাসীদের লাশ দেশে পাঠাতে ভোগান্তির শিকার হতে হয়। জনশক্তি রফতানির নতুন বাজার খোঁজার পাশাপাশি দক্ষতা ও নিরাপদ অভিবাসন করতে পারলে প্রবাসী আয় দ্বিগুণ করা সম্ভব। এ জন্য বিদেশে অবস্থিত দূতাবাসগুলোকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার পাশাপাশি সেবা বাড়ানোরও তাগিদ দেন তিনি।

ইসরাফিল আলম বলেন, দেশের অর্থনীতির লাইফলাইন হচ্ছে প্রবাসী আয়। আমাদের ২৯ বিলিয়ন মার্কিন ডলারের যে রিজার্ভ, তা সম্ভব হয়েছে প্রবাসীদের কারণেই। তাদের কল্যাণের ব্যাপারে সরকারের আলাদা নজর রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সেমিনারে বক্তারা আরও বলেন, দক্ষ শ্রমিক পাঠানোর পাশাপাশি দূতাবাসগুলোর মাধ্যমে যথাযথ তদারকি করা গেলে প্রবাসীদের সমস্যা অনেক কমে যাবে। তাই সবার আগে দক্ষ শ্রমিক রফতানির বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে। এ ছাড়া প্রবাসীদের দেশে আসার সময় বিমানবন্দরে হয়রানি বন্ধসহ তাদের ভোটাধিকারের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

আপনার মন্তব্য

আলোচিত