১৫ আগস্ট, ২০১৬ ০৩:১৩
নিউইয়র্কে দুই বাংলাদেশির ঘাতকের স্কেচ প্রকাশ করেছে সেখানের পুলিশ। প্রত্যক্ষদর্শীর বিবরণ ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এই স্কেচ তৈরি করা হয়েছে।
শনিবার জোহরের নামাজের পর নিউ ইয়র্কের কুইন্সের ওজনপার্কের ‘আল ফোরকান জামে মসজিদ' থেকে বেরোনোর পর এর ইমামসহ দুজনকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে মাওলানা আলাউদ্দিন আকঞ্জি (৫৫) ছিলেন ওই মসজিদের ইমাম। নিহত অপর ব্যক্তি তারাউদ্দিন (৬৪) তার প্রতিবেশী।
পুলিশ বলছে, এক ব্যক্তি পেছন থেকে তাদের মাথায় গুলি করে। ঘটনার পর অস্ত্র হাতে একজনকে দ্রুত ওই এলাকা ত্যাগ করতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।
এ স্কেচ সব জায়গায় ছড়িয়ে দিয়ে তার সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে নিউ ইয়র্ক পুলিশের পক্ষ থেকে।
জানা গেছে ইমাম আলাউদ্দিন আকঞ্জির লাশ তার দেশের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে পাঠানো হবে। তারা উদ্দিনকে দাফন করা হবে নিউইয়র্কের মুসলিম গোরস্থানে।
আপনার মন্তব্য