সিলেটটুডে ডেস্ক

২৩ ফেব্রুয়ারি , ২০১৭ ২১:৪৩

নিউইয়র্কে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পার্লামেন্টেরিয়ান জাতিয় নেতা সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ ব্রঙ্কস বাংলা গার্ডেনে যুক্তরাষ্ট্রে বসবাসরত দিরাই-শাল্লাবাসীর উদ্যোগে এক শোক সভা অনুষ্ঠিত হয়।

শোক সভা কমিটির আহ্বায়ক এবং দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি তোফায়েল চৌধুরীর সভাপতিত্বে এবং শোক সভা কমিটির সদস্য সচিব সাবেক ছাত্রনেতা সুব্রত তালুকদার ও সমন্বয়কারী রুহেল চৌধুরী যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ বিধুভূষণ চৌধুরী, অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, অধ্যাপক নবেন্দু দত্ত, শোক সভা কমিটির যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমদ চৌধুরী, মোশাহিদ চৌধুরী, মোঃ এন মজুমদার, ন্যাপ নেতা সুব্রত বিশ্বাস, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য আবুল লেইছ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মুজিবুর রহমান চৌধুরী, কফিল চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল বক্স, বাদল শহীদ চৌধুরী, এডভোকেট পিংকু তালুকদার, তুহুর চৌধুরী, রেহান মিয়া, কেশব লোদ, আবুল হোসেন, রাসেল আহমদ প্রমুখ।

শোক সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাস সুরঞ্জিত সেন গুপ্তের অবদান জাতি চিরকাল মনে রাখবে। সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে জাতি এক সূর্য সন্তানকে হারাল। তাঁর অবদান কোনদিন পূরণ হবার নয়। বক্তারা আরো বলেন, দিরাই-শাল্লার সর্বস্তরের মানুষ সেন বাবুকে ভালোবাসেন সুতরাং দিরাই-শাল্লার আওয়ামীলীগের বিজয় নিশ্চিত করতে হলে, সুরঞ্জিত সেন গুপ্তের পরিবার থেকে আগামী উপ-নির্বাচনে প্রার্থী করার কোন বিকল্প নেই।

আপনার মন্তব্য

আলোচিত