সাখাওয়াত হোসেন সেলিম, নিউ ইয়র্ক থেকে

০৪ জুলাই, ২০১৭ ১০:৩৬

নিউ ইয়র্কের বাংলা মেলায় প্রবাসীদের ঢল

নিউ ইয়র্কের ব্রঙ্কসে বাংলামেলা অনুষ্ঠিত হয়েছে। ২ জুলাই রোববার বাংলাদেশি-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের আয়োজনে স্টারলিং-বাংলাবাজার এলাকার ওলমাস্টেড এভিনিউয়ে এ বাংলামেলা অনুষ্ঠিত হয়।

মেলায় ফেইস পেইন্টিং, মেহেদী, শাড়ি-কাপড়, গহনা, খাওয়া-দাওয়ার স্টলগুলোতেও ছিল ক্রেতাদের হুমড়ি খাওয়ার দৃশ্য। দুপুরে শুরু হওয়া মেলা শেষ হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। সাদিয়া খন্দকারের পরিচালনায় সাংস্কৃতিক পর্বের শেষ আকর্ষণ ছিলেন বেবী নাজনীন। বেবী নাজনীনের গানে মাতোয়ারা ছিলেন প্রবাসীরা।

এরআগে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আহবাব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি আব্দুল হাসিম হাসনু সবাইকে ধন্যবাদ জানান। স্বাগত বক্তব্য রাখেন পথমেলা প্রস্তুতি কমিটির আহবায়ক জাকির আহমদ।

মেলার বিভিন্ন পর্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্টেট সিনেটর রুবিন ডিয়াজ, এসেম্বলিম্যান লুইস সিপুলভেদা, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, কমিউনিটি এক্টিভিস্ট ফখরুল ইসলাম দেলোয়ার, মামুন’স টিউটোলিয়ালের প্রিন্সিপ্যাল ও সিইও শেখ আল মামুন, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাষ্টি আজিমুর রহমান বুরহান, অধ্যাপক দেলোয়ার হোসেন ও আলী ইমাম সিকদার. সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার ও আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম, সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, নিউইয়র্ক ইন্সুরেন্সের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, আরবান হেল্থ প্লানের মেহরুননেছা জুবায়দা, ওয়েল কেয়ারের সিনিয়ার ম্যানেজার সালেহ আহমদ, এটর্নী ব্রুশ ফিসার, এটর্নি পেরি সিলভার, কমিউনিটি এক্টিভিস্ট শামীম মিয়া, নজরুল হক, এডভোকেট আলাউদ্দীন হাবিব, পথমেলা প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ সাদী মিন্টু, প্রধান সমন্বয়কারী সৈয়দ ইলিয়াস খসরু, সদস্য সচিব শাহ বদরুজ্জামান রুহেল, ফখর উদ্দীন ও লোকমান হোসেন লুকু, এশিয়ান ড্রাইভিং স্কুলের কর্ণধার এস আর লিংকন, স্টারলিং ফার্মেসীর মোহাম্মদ আলী, হেলথ ফাষ্টের জোহান এলভারেজ প্রমুখ। এ সময় কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলায় সিনেটর রুবিন ডিয়াজ, এসেম্বলিম্যান লুইস সিপুলভেদাসহ অন্যান্যরা নিউইয়র্কে বাড়ির মালিকের ছুরিকাঘাতে নিহত রিয়েল এস্টেট ব্যবসায়ী কমিউনিটির পরিচিত মুখ জাকির খানকে স্মরণ করে জাকির খান হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উদ্বোধনের পর সময়ের সাথে সাথে মেলায় বাড়তে থাকে প্রবাসীদের ভিড়। একদিকে কেনা-কাটা, হৈ-হুল্লোড়, অন্যদিকে স্টেজ মাতিয়ে রাখেন শিল্পী শাহ মাহবুব, কৃষনা তিথি, রানু নেওয়াজসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে নিউ ইয়র্ক স্টেট সিনেটর রুবিন জিয়াজ ও এসেম্বলিম্যান লুইস সিপুলভেদা কমিউনিটিকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য আয়োজক বাংলাদেশি-আমেরিকান কালচারাল এসোসিয়েশন ইনকসহ বিভিন্ন ব্যক্তিকে ধন্যবাদ জানান।

মেলায় ‘সাত সমুদ্র তের নদী বাঙালিয়ানা নিরবধি’ স্লোগানে শাহ বদরুজ্জামান রুহেলের সম্পাদনায় মোহনা নামে চমৎকার চার রঙ্গা একটি স্মারক সংকলন প্রকাশিত হয়। স্মারক সংকলনটি উৎসর্গ করা হয় কমিউনিটির পরিচিত মুখ নিহত জাকির খানের স্মরণে।

আপনার মন্তব্য

আলোচিত