সিলেটটুডে ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০১৮ ১৫:০৪

সিলেটের মহাজোট প্রার্থীদের সমর্থনে নিউ ইয়র্কে সভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীদের সমর্থনে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের খাবার বাড়ি রেস্টুরেন্টে গত সোমবার (২৪ ডিসেম্বর) রাতে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মহাজোট মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান হয়।

জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খানের সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা শেখ আতিকুল ইসলাম ও যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা হুমায়ূন আহমেদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ।

যুক্তরাষ্ট্রস্থ সিলেট জেলা আওয়ামী পরিবারের ব্যানারে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম, সাংগঠনিক সম্পাদক আবদুল হাসিব হাসনু ও আব্দুর রহিম বাদশা, প্রচার সম্পাদক হাজী এনাম, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট ওয়াহিদুর রহমান মুক্তা, মোস্তফা কামাল, শেখ মকলু মিয়া, ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান, অধ্যাপিকা হুসনে আরা প্রমুখ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কানেকটিকাট আওয়ামী লীগের সভাপতি জুনেদ এ খান, আওয়ামী লীগ নেতা শাহীন আজমল, কফিল আহমদ চৌধুরী, সাইকুল ইসলাম, মো. গজনবী, শাহীন ইবনে দেলোয়ার, শামসুল আবেদীন, আসাদুল গনি আসাদ, আল আজিনুল হক মান্না, জয়নাল আবেদীন, সৈয়দ আতিক, হোসেন আহমদ, মামুন আহমদ চৌধুরী, যুবলীগ নেতা শেখ ওলি আহাদ, শ্যামল কান্তি ধর, এম মোস্তাক  আহমদ, আবদুল হাই পারভেজ, আবদুল মতিন, নুরুজ্জামান সোহেল, নুরুদ্দিন, মাহমুদুল হাসান, জাকারিয়া আহমেদ, শামীম আহমেদ, জাকারিয়া আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশে চলমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মহাজোট মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক ভাবে স্বীকৃত ও জননন্দিত সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলে প্রবাসীদেরও যার যার অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

বক্তারা আরো বলেন, সিলেটের ৬টি আসনে মহাজোট মনোনীত প্রার্থীদের ৩ টি আসনেই রয়েছেন প্রবাসী প্রার্থী। তারা নির্বাচিত হলে সংসদে প্রবাসীদের হয়ে কথা বলবেন। বক্তারা এসময় সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে ‘প্রার্থী যেই হোক মহাজোট মনোনীত প্রার্থীদের স্লোগানে প্রচারণা চালিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় ফোন-সোশ্যাল মিডিয়ায় গণসংযোগের মাধ্যমে মহাজোট মনোনীত প্রার্থীদের পক্ষে ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন পর্যন্ত কাজ করার অঙ্গীকার করেন তারা।

আপনার মন্তব্য

আলোচিত