সিলেটটুডে ডেস্ক

২৩ ফেব্রুয়ারি , ২০১৯ ১৪:৪২

চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিউ ইয়র্কে শোক

নিউ ইয়র্কে ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর মাসিক সভায় ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় আন্তরিক সমবেদনা ও গভীর শোক প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত কমিউনিটি বোর্ডের মাসিক সভায় এ শোক প্রকাশ করা হয়।

সভায় শোক প্রস্তাব আনেন ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর মেম্বার ও বোর্ড ফার্স্ট ভাইস চেয়ার মোহাম্মদ এন মজুমদার।

তিনি শোক প্রস্তাবে উল্লেখ করেন, বাংলাদেশের রাজধানীর চকবাজারে বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহুলোকের প্রাণহানি ঘটে। এ ঘটনায় আমরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। আহত এবং নিহতদের জন্য আমরা প্রার্থনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমরা শোক প্রকাশ করছি।

বোর্ড চেয়ার নিকোলাস হিমিডিয়ান জুনিয়রের সভাপতিত্বে বোর্ড সভায় মেম্বার সারোয়ার জাহান লাহিন, আবু নোমান রহমানসহ অন্যান্য বোর্ড মেম্বার, বিভিন্ন অফিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ এন মজুমদার জানান, কমিউনিটি বোর্ড ৯ এর মাসিক সভায় আইনশৃঙ্খলা, উন্নয়ন এবং স্বল্প আয়ের বাসিন্দাদের চাকুরী ও বাসস্থান সম্পর্কিত তথ্যসহ বিবিধ বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় বুধবার রাতে ভয়াবহ আগুনে ৭০ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে।

আপনার মন্তব্য

আলোচিত