২১ জানুয়ারি, ২০১৫ ০১:৫৫
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ফাঁসির দন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দিনকে বৃটেন থেকে বাংলাদেশ ফেরত নিয়ে বিচারের রায় কার্যকর ও বিচারাধীন যুদ্ধাপরাধের মামলাসমূহ দ্রুত শেষ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঘাতক-দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখা। গত সোমবার বিকেলে ইস্টলন্ডনের মন্টিফিউরী সেন্টারে নির্মূল কমিটির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।
বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধীরা নানা অজুহাতে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। যুদ্ধাপরাধের বিচারকে বানচাল করতে বিএনপির কাঁধে বন্দুক রেখে অবরোধের নামে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি দেশব্যাপী যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে দেশের মানুষ তা মেনে নেবে না। বক্তারা বিএনপি চেয়ার পার্সন বেগম জিয়াকে উদ্দেশ্য করে বলেন, সন্ত্রাস-গাড়িতে বোমা হামলা ও নিরীহ নাগরিকদের হত্যা গণতন্ত্রের ভাষা নয়। বক্তারা বেগম জিয়াকে যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করার আহ্বান জানান।
সভার শুরুতে সংগঠনের নেতাকর্মীরা শহীদ জননীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা কনভেনার ও নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য মানবাধিকারকর্মী সাংবাদিক আনসার আহমেদ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ আনাছ পাশার সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন- যুক্তরাজ্য নির্মূল কমিটির সহ-সভাপতি সাংবাদিক ইসহাক কাজল, সহ-সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক মতিয়ার চৌধুরী, যুগ্মসম্পাদক জামাল আহমদ খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পুষ্পিতা গুপ্তা, সাংগঠনিক সম্পাদক রুবি হক, টুম্পা মাহজাবিন, সদস্য আলী আকবর চৌধুরী মোহিত, যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা প্রচার সম্পাদক আব্দুস সহিদ, সাবেক সেক্রেটারি সৈয়দা নাজনিন সুলতানা শিখা, ফ্রেন্ডস অব ছাত্র ইউনিয়নের সেক্রেটারি গোলাম আকবর মুক্তা, গণজাগরণ মঞ্চের অজয়ন্তা দেবরায়, মুক্তিযোদ্ধা ফয়েজুর রহমান খান, সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি কাউন্সিলার খলিল কাজী ওবিই, কমরেড মশুদ আহমদ, ইউকে ন্যাপের সভাপতি আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, মুক্তিযোদ্ধা কয়ছর সৈয়দ, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ প্রমুখ।
আপনার মন্তব্য