সিলেটটুডে ডেস্ক

১৬ অক্টোবর, ২০১৫ ০০:৩৯

ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে ৫ দিনব্যাপি লালন স্মরণোৎসব

ফকির লালন সাঁইয়ের ১২৫তম তিরোধান উৎসব উপলক্ষ্যে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়া বাড়িতে ভক্ত অনুরাগীদের উপস্থিতির মাধ্যমে শুক্রবার (১৭ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপি অনুষ্ঠান ও গ্রামীণ মেলা।  

আয়োজনকে ঘিরে ছেঁউড়িয়ায় মরা কালিগঙ্গা নদীর তীরে লালন আখড়াবাড়িতে এখন সাজ সাজ রব।

জানা যায়, মরমি সাধক ফকির লালন সাঁইজি ১৯৮০ সালের ১৭ অক্টোবর কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় অবস্থিত লালন আখড়া বাড়িতে দেহ সম্বরণ করেন। এ দিনটিকে তিরোধান দিবস বলা হয়। ভক্ত-শিষ্যরা দিনটি পালন করে আসছে বছরের পর বছর ধরে।

এবার পাঁচ দিনের এ উৎসবে যোগ দিতে এরই মধ্যে দেশের নানা প্রান্ত থেকে বাউল তীর্থভূমি ছেঁড়িয়ার আখড়া বাড়িতে উপস্থিত হয়েছেন সাধু-গুরু, বাউল, ভক্তরা। ছোট দলে ভাগ হয়ে দরদভরা গলায় গেয়ে চলেছেন লালনের গান। আবার কেউ বা মেতে উঠেছেন গুরুবাদি বাউল ধর্মের নিগূঢ় তত্ত্ব কথার আলোচনায়। এসেছেন দেশ বিদেশের নানা বয়সের দর্শনার্থী।

এ আয়োজনে যোগ দেয়ার জন্য বাউলদের কোনো চিঠি দেয়া হয় না, জানানো হয় না নিমন্ত্রণ। তারপরও এক অদৃশ্য সুতোর টানে এরা দলে দলে ছুটে আসেন এ বাউল ধামে।  

উৎসবকে নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।

আপনার মন্তব্য

আলোচিত