সিলেটটুডে ডেস্ক

২২ অক্টোবর, ২০১৫ ১৯:২০

দুর্গারূপে হিন্দু বিধবারা

ভারতীয় সংস্কৃতিতে ‘দেবীদের’ সর্বদাই উচ্চ আসনে বসানো হয়েছে। ভারতীয় নারী তথা ‘দেবী’ শক্তি ও বিশুদ্ধতার প্রতীক। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, ভারতের সামাজিক বাস্তবতায় এ চিত্র সম্পূর্ণ বিপরীত। গত এক দশক ধরে ভারতীয় নারীদের দূর্দশা আরো করুণরূপ ধারণ করেছে। তবে নারীরা এক বিশেষ অধ্যায়ে এসে আবার পুরুষতান্ত্রিক সমাজ দ্বারা বেশি নিগৃহীত হয়। সেই বিশেষ অধ্যায়টি হল- ‘বিধবা’।

সম্প্রতি ভারতের এক দল ফটোগ্রাফার নিজেদের অর্থ দিয়ে এই সভ্য সমাজে চলমান লিঙ্গ বৈষম্য মোকাবেলার লক্ষ্যে এক প্রকল্প হাতে নেয়। ফটোগ্রাফির পুরো গল্প ও ধারণা দিয়েছেন শিল্পী ও ফটোগ্রাফার শর্মিষ্ঠা দত্ত।

প্রকল্পটিতে ভারতের বৃন্দাবনে বসবাসকারী বিধবাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে। সিনিয়র ফ্যাশন স্টাইলিস্ট শর্মিষ্ঠা দত্ত, রাখি বিশ্বাস এবং বলিউডের জনপ্রিয় এক রেডিও স্টেশনের অনুষ্ঠান পরিচালক দেব জে হালদার প্রকল্পটিতে শ্রম দিয়েছেন।

প্রকল্পটির দুটি অংশ। প্রথম অংশে সাধারণ নারী হিসেবে দেবী দূর্গাকে দেখানো হয়েছে। আর দ্বিতীয় অংশে বিধবাদের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে।

ভারতীয় বিধবাদের নির্যাতনের বিরুদ্ধে গণসচেতনতা তৈরিই প্রকল্পটির মূল উদ্দেশ্য।

 

ছবি : শর্মিষ্ঠা দত্ত

আপনার মন্তব্য

আলোচিত