নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি , ২০১৫ ০২:১৩

বোয়ান এর উদ্যোগে শাহবাগে ব্লগ দিবসের ব্লগার আড্ডা অনুষ্ঠিত

ব্লগার অ্যান্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক (বোয়ান)'র উদ্যোগে বাংলা ব্লগ দিবস উপলক্ষে শাহবাগে ব্লগার আড্ডা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বাংলা ব্লগের ব্লগারেরা এ আড্ডায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

দুইদিনব্যাপি কর্মসূচির প্রথম দিনের আড্ডা বিকেল ৫টা থেকে শুরু হয়ে চলে রাত ৮টা পর্যন্ত।

আড্ডায় অন্যান্য ব্লগারদের সাথে যোগ দেন সাগর লোহানী, দাদু ভাই, অনিমেষ রহমান,আতিকুর রহমান বাঙাল (আমি বাঙাল),কানিজ আকলিমা সুলতানা,শামস রাশেদ জয়, মহামান্য কহেন (আজম খান), দুরন্ত দুরা, কবির য়াহমদ, সৈকত কুল, বৈশাখী রয়, জ্ঞানেন্দ্র চন্দ, জিসান শাহরিয়ার, শিল্পী প্রীতম আহমেদ, চলচ্চিত্র পরিচালক রওশন আরা নিপা, পজিট্রন প্রীতম, রাজিব পোদ্দার, ডাঃ সুব্রত, নুসরাত জাহান লাকি, পিকলু চৌধুরী, জহির আহমেদ আসিফ, অয়ন মজিদ, এনায়েত উল্লাহ চারবাক, দেওয়ান রকি, দেওয়ান তকি, এমদাদুল হক তুহিন, মোরসালিন মিজান, জহিরুল হক বাপি, কনক বর্মন, সায়লা আহমেদ লোপা, কাজী সালমা সুলতানা, সঞ্চয় সুমন, নীহার সিদ্দিকী, নাজমুল আহসান শুভ, এফ এম শাহিন প্রমূখ।



দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হবে সোমবার বিকেল ৩টা থেকে। কর্মসূচির প্রথমে রয়েছে আলোচনা সভা। আলোচনায় ব্লগার ও অনলাইন একটিভিস্টদের পাশাপাশি অংশ নেবেন অধ্যাপক ড. মিজানুর রহমান, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অধ্যাপক আনোয়ার হোসেন, সাবেক উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী লে. ক. এস আই এম নুরুন্নবী খান,বীর বিক্রম, সাংবাদিক আবেদ খান এবং  মোহাম্মদ এ আরাফাত, সভাপতি, সুচিন্তা ফাউন্ডেশন।
 
দ্বিতীয় দিনের কর্মসূচিতে এছাড়াও রয়েছে  সন্ধ্যা ৭টায় শহীদ দ্বীপ-রাজিব-জগতজ্যোতি-জাফর মুন্সী-অধ্যাপক মামুনসহ গণজাগরণকালীন এবং সাম্প্রতিক সময়ে কথিত রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাস-সহিংসতায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন। এরপর থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

ব্লগার আড্ডায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বোয়ান সভাপতি অনিমেষ রহমান দ্বিতীয় দিনের কর্মসসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান।












আপনার মন্তব্য

আলোচিত