নিজস্ব প্রতিবেদক

০৮ মে, ২০২২ ২৩:৩৫

রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষ্যে গীতবিতান বাংলাদেশের 'কবি প্রণাম'

গান, কবিতা আর কথা দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬১তম জন্মবার্ষিকী উদযাপন করেছে রবীন্দ্রসংগীত শিক্ষা প্রতিষ্ঠান 'গীতবিতান বাংলাদেশ'। এ উপলক্ষ্যে রবিবার (২৫ বৈশাখ) বিকেলে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে 'কবি প্রণাম' শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

এতে গীতবিতান এর শিল্পীদের পাশাপাশি সিলেটের শীর্ষ স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট শিল্পীরা অংশ নেন। নানা আয়োজন এর মধ্যে ছিল নৃত্য, একক ও দলীয় আবৃত্তি, একক ও দলীয় সংগীত পরিবেশনা।  

'গীতবিতান বাংলাদেশ' এর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ অনিমেষ বিজয় চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর প্রধান উপদেষ্টা অরুপ বিজয় চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জেসওয়াল।
গীতবিতান এর শিক্ষার্থী সুদীপ্তা দে টিনা ও সেঁজুতি পাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রথমেই গীতবিতান এর দল বলাকা, কুঁড়ি ও কমল এবং গীতাঞ্জলি তাদের পরিবেশনা পরিবেশন করে। পরে সংগঠনের গীতালি, চৈতালি ও সোনার তরী দল তাদের সম্মেলক গান পরিবেশন করে।

গীতবিতান এর পাশাপাশি অনুষ্ঠানে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, সিলেট, বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা, সিলেট, দ্বৈতস্বর, শ্রুতি-সিলেট, নৃত্যশৈলী, ছন্দনৃত্যালয় ও শিশুতীর্থ তাদের পরিবেশনায় অংশ নেয়।

এছাড়া বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী রাণাকুমার সিনহা, সুমনা আজিজ, প্রতীক এন্দ, আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুল, শামীমা চৌধুরী, আমিনুল ইসলাম চৌধুরী লিটন, জ্যোতি ভট্রাচার্য্য ও নাজমা পারভীন একক পরিবেশনা উপস্থাপন করেন। পুরো অনুষ্ঠানটি সিলেটের রবীন্দ্র অনুরাগী দর্শক,শ্রোতারা উপভোগ করেন। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আপনার মন্তব্য

আলোচিত