সিলেটটুডে ডেস্ক

১২ জুন, ২০২৩ ২৩:০৫

সিলেটে পশ্চিমবঙ্গের আবৃত্তিশিল্পী নীলাক্ষী সরকার অনুরাধার একক আবৃত্তি সন্ধ্যা

আন্তর্জাতিক রবীন্দ্র চর্চা কেন্দ্র সিলেট শাখার আয়োজনে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির গুণী আবৃত্তি শিল্পী নীলাক্ষী সরকার অনুরাধার একক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জুন) সন্ধ্যা ৬টায় দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সন্নিকটে মেট্রোপলিটন ল' কলেজের হলরুমে আন্তর্জাতিক রবীন্দ্র চর্চা কেন্দ্র সিলেট শাখার আয়োজনে এই আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক রবীন্দ্র চর্চা কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও মেট্রোপলিটন ল'কলেজের অধ্যক্ষ ড.এম.শহিদুল ইসলাম অ্যাডভোকেটের সভাপতিত্বে ও আন্তর্জাতিক রবীন্দ্র চর্চা কেন্দ্র সিলেট শাখার সাধারণ সম্পাদক প্রভাষক রনদ্বীপ চৌধুরী লিংকনের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ মুহিবুর রহমান বুলবুল।

আলোচক হিসেবে বক্তব্য দেন ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের সভাপতি আবু সালেহ আহমদ, সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক এন্ড কলেজের সিনিয়র শিক্ষিকা রুপনা রায়, আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিশির সরকার, কবি ও লেখক ইমামুল ইসলাম রানা, চট্টগ্রামের কবি রাজা রাকিব।

অনুষ্ঠানে আবৃত্তি শিল্পী নীলাক্ষী সরকার অনুরাধা পাঁচটি কবিতা আবৃত্তি করে শোনান। তাঁর আবৃত্তি উপস্থিত সকলের মাঝে মুগ্ধতা ছড়ায়। সবাই মন্ত্রমুগ্ধ হয়ে যায়।

কবিতা আবৃত্তির পাশাপাশি রবীন্দ্র সংগীতও পরিবেশন করা হয়। রবীন্দ্র সংগীত পরিবেশন করেন শিল্পী পারমিতা হালদার স্নেহা।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রাব্বি মুনশি, স্বরুপ হালদার, সাহিদা চৌধুরী, মিজানুর রহমান রুমন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত