নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২৩ ০০:৫৫

সিলেটে লালনসন্ধ্যা, মঙ্গলবার ‘সহজ মানুষ’

ফকির লালন সাঁইয়ের ১৩৩তম তিরোধান দিবসে লালনের গান শুনবেন সিলেটের মানুষ। লালন চর্চার উদ্দেশ্যে গঠিত তরুণদের সংগঠন 'আরশিনগর'র তৃতীয়বারের মত এ অনুষ্ঠান ‘সহজ মানুষ’ আয়োজন করছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সিলেটের সারদা স্মৃতি ভবন প্রাঙ্গণ, সুরমা নদীর পাড় (কিন ব্রিজে) এ অনুষ্ঠান শুরু হবে।

প্রকৃত সুরে লালনের গান সব মানুষের মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আরশিনগরের আয়োজকরা।

আরশিনগরের তিন সংগঠক আব্দুল মালিক, উত্তম কাব্য ও বদরুল আলম জানান, বর্তমান সময়ে লালনের গানের প্রকৃত সুরের চর্চা হচ্ছে না। আধুনিকতার যুগে নানা যন্ত্রের ব্যবহারে লালনের গানের প্রকৃত মাধুর্য মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আমরা চাই লালনের সঠিক চর্চা করতে। তাই আরশিনগরের যাত্রা। আশা করি আমাদের এ যাত্রা সকলের সহযোগিতায় পূর্ণতা পায়।

আরশিনগরের অন্যতম সংগঠক উত্তম কাব্য জানান, ২০২১ থেকে আমাদের এই সংগঠনের যাত্রা শুরু হয়েছিল।প্রথমবার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে আমরা এ আয়োজন শুরু করেছিলাম। এ ধারাটা সবসময়ই অব্যাহত থাকবে।আগামীকাল সন্ধ্যায় সবার আমন্ত্রণ রইল।

আরশিনগরের অন্যতম প্রতিষ্ঠাতা নীলাঞ্জন দাশ টুকু জানান, আমার জানা মতে বৃহত্তর সিলেটে লালনের কোন সংগঠন নেই। তাই সিলেটে একটা লালনের সংগঠন থাকা দরকার ছিল। আরশিনগর তৃতীয় বর্ষপূর্তি সংগঠনটির অন্যতম সাফল্য।

উল্লেখ্য,আরশিনগর সংগঠনটি ২০২১ সালের ১৭ অক্টোবর যাত্রা শুরু করে। এবার তারা তিন বছরে পা রাখল।

আপনার মন্তব্য

আলোচিত