সিলেটটুডে ডেস্ক

২৫ নভেম্বর, ২০২৪ ১৫:২৯

সচিব পদমর্যাদা পেলেন শিল্পকলার মহাপরিচালক সৈয়দ জামিল

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে সরকারের সচিব পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন ড. সৈয়দ জামিল আহমেদ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত পত্রে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে ড. সৈয়দ জামিল আহমেদ বাংলাদেশ সরকারের সচিব পদমর্যাদায় বেতন ভাতাদিসহ আনুষঙ্গিক সুযোগ সুবিধা ভোগ করবেন।

আপনার মন্তব্য

আলোচিত