নিজস্ব প্রতিবেদক

০৬ মে, ২০১৬ ২৩:০৬

চার দশকে পদার্পন উপলক্ষে নাট্যালোকের পথনাট্যোৎসব

চার দশকে পদার্পণ উপলক্ষে নাট্যালোক সিলেট শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করে পথনাট্যোৎসবের। নাট্যোৎসবের শুরুতে বিকেল ৫ টায় সংগঠনের সভাপতি খোয়াজ রহিম সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অচিন্ত্য অমিতের সঞ্চালনায় শুরু আলোচনা পর্ব।

আয়োজিত এ আলোচনা পর্বে বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের পরিচালক রওশনারা মুনির রুনা, নাট্য পরিষদের সভাপতি অনুপ কুমার দেব, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাংস্কৃতিক সংগঠক এনামুল মুনির, নাট্যালোক সিলেটের উপদেষ্টা সৈয়দ মুবনু ও নাট্যালোক সিলেটের অন্যতম সংগঠক বাবুল আহমদ।

আলোচনা পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, লাভলী দেব, অনামিকা রায় ও মাহবুব চৌধুরী। ছন্দ নৃত্যালয়ের শিল্পীরা পরপর কয়েকটি নৃত্য পরিবেশনের পর আবৃত্তি সংগঠন তারুণ্য আবৃত্তি পরিবেশন করে। এরপর শহীদ মিনার মঞ্চে নাটক পরিবেশন করে নগরনাট, মৃত্তিকায় মহাকাল, উদীচী সিলেট ও আয়োজক সংগঠন নাট্যালোকের নাট্যকর্মীরা।

আপনার মন্তব্য

আলোচিত