নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০১৭ ০০:৪৭

শীতের রাতের উষ্ণতা ‘গানবাহান’

দুদিন ধরে খুব শীত পড়েছে। বাগবাড়ির গাছপালা পরিবেষ্টিত বাড়িটির উঠোনে শীত যেনো আরও বেশি। তবে কিছুক্ষণের মধ্যেই শীত উড়াল দিলো গান, কবিতা, আর নাচের শুরু হওয়ার পর পরই। এগুলো যারা পরিবেশন করলেন তারা সকলেই শিশু কিশোর।

তাদেরই সংগঠন গানবাহান। পৌষের শেষ রাতে (শুক্রবার) এই সংগঠনের শিশু শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছিলো সাংস্কৃতিক সন্ধ্যার।

এ অনুষ্ঠানে জড়ো হওয়া দর্শকদের গানে-কবিতায়-নৃত্যে অনেক রাত পর্যন্ত মুগ্ধ করে রাখে শিল্পীরা। সাথে ছিলো পৌষের পিঠা-পুলির আয়োজন। আর বাড়তি পাওনা হিসেবে ছিলো সিলেটের নাট্যসংগঠন নগরনাট'র পরিবেশনা।

অনাড়ম্ভরভাবে আয়োজিত এ অনুষ্ঠানে শিশু-কিশোরদের গান শুনতে হাজির হয়েছিলেন চেনা পরিচিতদের অনেকেই। নিজেদের সন্তানদের নিয়েও গিয়েছিলেন কেউ কেউ।
 
গানবাহানের আয়োজনে গান, কবিতা ও নৃত্য পরিবেশন করে- অনুরাগ, আপন, অরণী, অনিকেত, পলি, অংকিতা, জয়িতা শশী, শ্যাম, লীম, অরুণিমা এবং অনিমেষ বিজয় চৌধুরী ও নগরনাট।

আয়োজকদের পক্ষে অরূপ বাউল বলেন, শিশুকিশোরদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহ প্রদান করতে ও তাদের সাহস যোগাতেই এ অনুষ্ঠানের আয়োজন।

গত বছর থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রতিবছর পৌষের শেষ রাতে এমন আয়োজন করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত