সিলেটটুডে ডেস্ক

২৩ মে, ২০১৫ ১৪:৩৬

শুরু হচ্ছে রেডিও ভুবন আলোকচিত্র প্রতিযোগীতা

পর্যটন শিল্পের উন্নয়ন ও বাংলার পযর্টনকে সবার কাছে তুলে ধরার জন্য দিতীয় বারের মত কক্সবাজারে আগামী ১৪ ও ১৫ই জুন ২০১৫ আয়োজিত হচ্ছে ‘রেডিওভুবন বিচ ট্যুর ২০১৫’। আয়োজনের বিভিন্ন অংশের মধ্যে আলোকচিত্র প্রদর্শনী এবং প্রতিযোগিতা অন্যতম ।

আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার আলোকপাত রুপময় বাংলাদেশ’। আগ্রহী আলোকচিত্রীরা ৩০মের মধ্যে রেডিও ভুবনের ই-মেইলে ছবি পাঠাতে পারবেন ।একজন প্রতিযোগী সর্বোচ্চ চারটি ছবি পাঠাতে পারবেন এবং নিবার্চিত হলে ৩জুনের মধ্যে অংশগ্রহনকারী আলোকচিত্রীদের জানানো হবে ।

ছবির বিষয়:

অবশ্যই বাংলাদেশের সুন্দর্যময় রুপ তুলে ধরতে হবে ছবিতে, যেমন বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, উৎসব, সংস্কৃতি ও ঐতিহ্য, প্রকৃতি, সমাজ বা জন-জীবনের চিত্র।
রেডিও ভুবনের পক্ষ থেকে আলোকচিত্র প্রতিযোগিতার দায়িত্বে থাকবেন জিয়া রায়হান,নিজাম উদ্দিন হায়দার,রিয়াদ মাশরেক ও নাইমা তাজনভা ইসলাম। নিবার্চক হিসেবে থাকবেন পাঠশালা এবং সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটর অন্যতম ব্যক্তিত্ব আশরাফুল আউয়াল মিশুক।

আলোকচিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে । প্রদর্শণী চলকালীন সময় কক্সবাজার ভ্রমনে আগ্রহীরা বাংলাদেশ পর্যটন করর্পোশনের কাছ থেকে পাবেন বিশেষ সুযোগ ।
সর্বোচ্চ স্থান অধিকারী পাবেন দুজনের জন্য ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকেট আর কক্সবাজারে পাচঁ তারকা হোটলে দু-রাত কাটানোর সুযোগ, দিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রত্যেকে পাবেন ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকেট, কক্সবাজারে পাচঁ তারকা হোটলে দু-রাত কাটানোর সুযোগ।

নিয়মাবলী:

  • নিবার্চিতরা প্রতিটি ছবির ফ্রেমিং এবং প্রিন্টিং এর জন্য জমা দিতে হবে ৮০০ টাকা এবং ছবি পাঠাতে পারবেন সাদা-কালো-রঙিন।
  • নিবার্চিত সকল আলোকচিত্রীরা পাবেন সনদ ।
  • কপি রাইটের কোন ছবি গ্রহন করবে না কর্তৃপক্ষ ।
  • প্রদর্শনীতে আলোকচিত্রীর ছবি বিক্রি হলে তার ৭০ ভাগ পাবেন আলোকচিত্রী।
  • সকল অবিক্রীত ছবি ফিরে দেয়া হবে আলোকচিত্রীর কাছে।
  • বিশেষ কিছু ছবি পর্যটনের সম্পদ হিসেবে গণ্য হবার সুযোগ রয়েছে।
  • আয়োজক এবং নির্বাচন সংক্রান্ত বিচারক কর্তৃক গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে ।
  • আয়োজকদের মূল আলোকচিত্র পরীক্ষা বা জমার বৈধতা নিশ্চিত করার জন্য (র) ফাইল চাওয়ার অধিকার রাখবে ।
  • নির্দিষ্ট সময়সীমার মধ্যে মূল (র) ফাইল সরবরাহ করতে ব্যর্থ হলে প্রদর্শনী থেকে অযোগ্য বিবেচিত করে বাতিল করা হবে ।
  • শর্তাবলীর সাথে সঙ্গতি না হলে অংশগ্রহণকারী অযোগ্য ঘোষণা করা হবে ।
  • radiovubon.comএ লগ-ইন করে সঙ্গে থাকতে হবে ।
  • ছবি দেয়ার ইমেইল-এ [email protected] 


ইমেইল এর সাবজেক্ট লাইনে লিখুন এভাবে Beautiful Bangladesh_Your Full Name _ Your Mobile Number এবং পরবর্তী সব ইমেইল-এ এই সাবজেক্ট লাইনটিই ব্যাবহার করুন। সাবজেক্ট লাইন পরিবর্তন বাঞ্ছনিয় নয়। সর্বোচ্চ ৪টি ছবি জমা দেয়া যাবে।

প্রত্যেক ছবির নামকরন (file name) করতে হবে এভাবে Your Full Name_Phone Number_Title of the Photo_ Photo Serial Number

উদাহরনঃ Ahsan Habib_01xxxxxxxxx_Beauty of Kotka Beach_DSC04939 Participants should submit their photos here: [email protected] please mention in the subject line of email as Beautiful Bangladesh _ Your Full Name _ Your Mobile Number Only JPG/JPEG files are accepted. One must name one’s file as follows – Your Full Name_Phone Number_Title of the Photo_ Photo Serial Number { Example: your name(sabbir ahmed)_phone number(01XXXXXXXXX)_photo title(beautifull Bangladesh)_ serial no.1}


আপনার মন্তব্য

আলোচিত