সিলেটটুডে ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০১৭ ১৫:০১

বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবের তৃতীয় দিনের আয়োজনে যা থাকছে

ফাইল ছবি

রাজধানীতে চলমান বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসব-এর ষষ্ঠ আসরের আজ তৃতীয় দিন। ‘সঙ্গীত জাগায় প্রাণ’ এই স্লোগানে গত ২৬ ডিসেম্বর ধানমন্ডির আবাহনী মাঠে শুরু হয়েছে এবারের উৎসব।

আজ (বৃহস্পতিবার) তৃতীয় দিনের আয়োজনে থাকছেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়-এর সেতার, বিদ্বান ভিক্ষু বিনায়ক রাম ও সেলভাগণেশ বিনায়ক রাম-এর ঘাটম ও কঞ্জিরা, সরকারি সংগীত কলেজ-এর খেয়াল পরিবেশনা, আবির হোসেন-এর সরোদ, গাজী আবদুল হাকিম-এর বাঁশি, পণ্ডিত উদয় ভাওয়ালকর-এর ধ্রুপদ, বিদুষী কালা রামনাথ-এর বেহালা এবং পণ্ডিত অজয় চক্রবর্তী-এর খেয়াল।

উৎসব চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত। এ বছর উৎসবটি উৎসর্গ করা হয়েছে গবেষক, চিন্তাবিদ ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে।

আপনার মন্তব্য

আলোচিত