২৫ এপ্রিল, ২০১৯ ২০:১৮
১২ বছর পূর্ণ করেছে চারু শিক্ষাপ্রতিষ্ঠান চিত্রন চারুশিক্ষালয়। যুগ পূর্তি উপলক্ষ্যে দু'দিনব্যাপী চিত্রন উৎসবের আয়োজন করা হয়েছে।
নগরীর মীরের ময়দান এলাকার শ্রীহট্ট সংস্কৃত কলেজে শুক্রবার বিকেলে এ উৎসবের উদ্বোধন হবে।
উৎসবে রয়েছে নতুন ও পুরাতন শিক্ষার্থীদের চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উৎসবের উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক জামাল আহমেদ।
এছাড়া অতিথি হিসেবে থাকবেন চিত্রশিল্পী ও সংগীত পরিচালক হ্যারল্ড রশীদ, সিলেট জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা দেবজিত সিনহা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক আনিসুজ্জামান আনিস।
উৎসবের প্রথম দিন শুক্রবার বিকেলে উদ্বোধনের পর রাত ৯টা পর্যন্ত থাকবে চিত্র প্রদর্শনী, শিক্ষার্থী সম্মাননা ও সংস্কৃতিবিচিত্রা।
দ্বিতীয় ও শেষ দিন শনিবার (২৬ এপ্রিল) সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে চিত্রন শোভাযাত্রা ও সন্ধ্যা সাড়ে ৬টা থেকে থাকবে সংস্কৃতিবিচিত্রা। এছাড়া দিনব্যাপী চিত্র প্রদর্শনী চলবে রাত ৯টা পর্যন্ত।
উৎসবের সকলের উপস্থিতি কামনা করেছেন ‘চিত্রন’ এর পরিচালক চিত্রশিল্পী সত্যজিৎ চক্রবর্তী।
আপনার মন্তব্য