সিলেটটুডে ডেস্ক

০৬ মে, ২০১৯ ২২:৫৩

কথাকলি সিলেটের নতুন সভাপতি শেরো, সম্পাদক বাপ্পী

সিলেটের স্বমানধন্য নাট্য ও সাংস্কৃতিক সংগঠন কথাকলি সিলেট’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সারদা স্মৃতি ভবনস্থ সংগঠনের মহড়া কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে ১৪২৬-২৭ বঙ্গাব্দের জন্য শামসুল বাসিত শেরোকে সভাপতি ও অরূপ শ্যাম বাপ্পীকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ সভাপতি মঞ্জুর আহমদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক কামরুল আহবাব টিপু, সম্পাদক (নাটক) অরিন্দম দত্ত চন্দন, সম্পাদক (আবৃত্তি) শামীমা চৌধুরী, সম্পাদক (সংগীত) মো. শামিম আহমদ, সম্পাদক (অর্থ) হাবিবা ফেরদৌস বিন্তু, সম্পাদক (দপ্তর) আব্দুল মালিক, সম্পাদক (প্রচার) দিব্য জ্যোতি সী এবং সদস্য আমিনুল ইসলাম চৌধুরী লিটন, এনামুল মুনীর ও আমিরুল ইসলাম বাবু।
এছাড়াও কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন মালিক আকতার, মু. আনোয়ার হোসেন রনি ও নীলাঞ্জন দাস টুকু।

কমিটি গঠনের পূর্বে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের প্রাক্তন সভাপতি শামীমা চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি মো. শামীম আহমদ, শোক প্রস্তাব উত্থাপন করেন শামসুল বাসিত শেরো, সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক অরূপ শ্যাম বাপ্পী, আর্থিক রিপোর্ট রিপোর্ট পেশ করেন সম্পাদক (অর্থ) হাবিবা ফেরদৌস বিন্তু, বিগত কর্মশালার আয় ব্যায়ের হিসাব পেশ করেন কর্মশালার আহবায়ক আমিনুল ইসলাম চৌধুরী লিটন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত