নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০২০ ২৩:০৬

এবার করিমগঞ্জ জয় করলো লিথিসি’র ‘ভাইবে রাধারমণ’

এবার ভারতের করিমগঞ্জের দর্শকদের হৃদয় জয় করলো লিটল থিয়েটার, সিলেট (লিথিসি)-এর নাটক 'ভাইবে রাধারমণ'। ৯ মার্চ ভারতের আসাম রাজ্যের করমিগঞ্জের পাথারকান্দিতে 'ভাইবে রাধারমণ' মঞ্চস্থ করে লিথিসি। করিমগঞ্জের নাট্যদল চতুরঙ্গ'র 'বসন্ত নাট্যোৎসব ২০২০'-এর শেষদিনে মঞ্চস্থ হয় নাটকটি।

বৈষ্ণবকবি রাধারমণ দত্তের জীবন ও কর্ম নির্ভর এ নাটক মুগ্ধ করে পাথারকান্দির দর্শকদের। খোলা মাঠে আয়োজিত এ উৎসবে মধ্যরাত পর্যন্ত বিপুল সংখ্যক উপস্থিত হয়ে নাটককটি উপভোগ করেন। নাটক শেষে দর্শকরা মঞ্চ নাটকে রাধামণ দত্তের জীবনকে ফুটিয়ে তোলার এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

আব্দুল কাইয়ুম মুকুলের ভাবনা ও প্রয়োগ এবং তানভীর নাহিদ খান রচিত ও নির্দেশিত ভাইবে রাধারমণ নাটকের ১৪তম মঞ্চায়ন হয় পাথারকান্দিতে। এরআগে নাটকটি সিলেট ও ভারতের শিলচরের দর্শকদের হৃদয় জয় করে।   

চতুরঙ্গ'র বসন্ত নাট্যোৎসবে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যের ৭টি নাট্যদলের সাথে বাংলাদেশের একমাত্র নাট্যদল হিসেবে প্রতিনিধিত্ব করে লিটল থিয়েটার, সিলেট। পাথারকান্দিতে কোন বাংলাদেশী নাট্যদলের এটাই প্রথম অংশগ্রহণ বলে জানিয়েছেন লিথিসির নাট্যকর্মীরা।

আপনার মন্তব্য

আলোচিত