ডেস্ক রিপোর্ট

০৫ নভেম্বর, ২০১৫ ১৯:২৩

সিলেট ম্যাটস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

সিলেট মেডিক্যাল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (সিলেট ম্যাটস)’র আলোচনা ও মতবিনিময় সভা বৃহস্পতিবার বেলা ২ টায় জিন্দাবাজার এ্যালিগ্যান্ট টাওয়ার নিজ কার্যালয়ে অনুষ্টিত হয়েছে। সিলেট ম্যাটসের ব্যবস্থাপনা পরিচালক বিমলেন্দু পাল রন্টু’র সভাপতিত্বে রায়হান আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ম্যাটসের প্রধান উপদেষ্টা ও সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট এএফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু।

প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, সিলেট ম্যাটসের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার অগ্রসরের মাধ্যমে এবং ব্যবস্থাপনা পরিচালকের অক্লান্তিক চেষ্টার ফলে সিলেট ম্যাটস একদিন বিশ্বের কাছে আলোচিত প্রকাশ পাবে।

সভায় আরো বক্তব্য রাখেন, চ্যানেল এস ইউকের হেড প্রোগ্রাম মো ফারহান মাসুদ খান, সিলেট ম্যাটসের সহযোগী অধ্যাপক ডা. মঈন উদ্দিন আহমদ, অধ্যক্ষ প্রমথেশ কুমার দাস, এম এ কুদ্দুস, মিসেস হেলেন আহমদ, এডভোকেট কাউসার আহমদ, সিলেট ম্যাটসের ১ম বর্ষের ছাত্র মারজানা চৌধুরী, ১ম বর্ষের ছাত্রী মমরানী নাথসহ অন্যান্য ছাত্র ছাত্রীবৃন্দ। আলোচনা ও মতবিনিময় সভায় অতিথিদের সম্মানন্না ক্রেষ্ট প্রদান করা হয়।

 

আপনার মন্তব্য

আলোচিত