সিলেটটুডে ডেস্ক

০৫ নভেম্বর, ২০১৫ ২০:৪৭

শাবির ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক নারায়ণ সাহা বলেন, সকল ইউনিটের আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। তবে সাস্টের ওয়েবসাইট কিংবা টেলিটক মোবাইল অপারেটর থেকে আসন বিন্যাস জানতে পারবেন শিক্ষার্থীরা।

এবারের ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ৪১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী। ‘এ ’ ইউনিটের ৬১৩টি আসনের বিপরীতে ১৫ হাজার ৯৬৭ জন এবং ‘বি’ ইউনিটের ৮৩৫টি আসনের বিপরীতে ২৫ হাজার ৩১৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

ইউনিটভুক্ত আসন ছাড়াও সংরক্ষিত আসনে মুক্তিযোদ্ধা কোটায় ২৬ জন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/জাতিসত্তা ২৬ জন, প্রতিবন্ধী ১৩ জন এবং পোষ্য কোটায় ১৫ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।

টেলিটক মোবাইল থেকে SUST<space>SEATPLAN<space>Admission Roll লিখে ১৬২২২ এ এসএমএস পাঠালেই ফিরতি এসএমএসে আসন বিন্যাস জানতে পারবেন। এছাড়া শাবির ওয়েবসাইট www.sust.edu থেকে ভর্তি পরীক্ষার রোল নাম্বার দিয়ে আসন বিন্যাস জানা যাবে বলে জানান অধ্যাপক নারায়ণ সাহা।

উল্লেখ্য, আগামী ১৪ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং বেলা আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত