শাবি প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০২১ ১৮:২৯

বিজ্ঞান-প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন শাবির ৬০শিক্ষার্থী

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৬০জন শিক্ষার্থী।

এতে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ২৭ জন, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানে ৯ জন এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান ২৪ জন ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর)বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

এবারে ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে ফেলোশিপ পাচ্ছেন মোট দুই হাজার ৪৪৬ জন শিক্ষার্থী। নবায়ন ক্যাটাগরিতে পেয়েছেন ৪২ জন শিক্ষার্থী। এছাড়াও শিক্ষকদের সর্বমোট ৬৩৮টি প্রজেক্ট অনুমোদন দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত