শাবি প্রতিনিধি

২১ ডিসেম্বর, ২০১৫ ২২:৩৫

‘প্রতি বছর গর্ভকালীন সময়ে মারা যায় পাঁচ হাজার নারী’

দেশে গর্ভকালীন সময়ে নারী মৃত্যুর হার শতকরা ২৬ ভাগ কমেছে। গত দুই দশক আগে গর্ভকালীন সময়ে নারী মৃত্যুর হার ছিল ৬৬শতাংশ যা বর্তমানে ৪০ শতাংশে নেমে এসেছে। দেশে প্রতিবছর গর্ভকালীন সময়ে মারা যায় পাঁচ হাজারেরও অধিক মা।

সোমবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সেমিনারে এ তথ্য দেন বক্তারা। সিলেট সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করে।

নৃবিজ্ঞান বিভাগের ‘১০১২’ নং কক্ষে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা আরও বলেন, দেশে বর্তমানে এক বছরে ৩১ লক্ষ শিশু জন্ম গ্রহণ করে। এর মধ্যে ৩৭ শতাংশ নারী প্রসূতি সুবিধা পেয়ে থাকে।  মোট প্রসূতির ৬২শতাংশ নিজ বাড়িতেই হয়ে থাকে এবং ৪২শতাংশ নারী প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তারের মাধ্যমে সন্তান জন্ম দেন।

সেমিনারের মুল বক্তা ছিলেন পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর পার্টি প্রধান ড. হালিদা এইচ আক্তার। নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. এ.কে.এম মাযহারুল ইসলামের সভাপতিত্বতে সেমিনারে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউড অব কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল’র পরিচালক অধ্যাপক ড. আবদুল আওয়াল বিশ্বাস।
সেমিনারে নৃবিজ্ঞান বিভাগের পাশাপাশি সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেয়। সেমিনারের শেষ অংশে ছিল উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত