শাবিপ্রবি প্রতিনিধি

০২ অক্টোবর, ২০২৪ ১৪:৪২

বিশ্ববিদ্যালয়ের ঘাটতি পূরণে কাজ করব; শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষা ও গবেষণায় উন্নতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ঘাটতি পূরণে কাজ করার আশা ব্যক্ত করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

বুধবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন উপাচার্য।

এসময় বিশ্ববিদ্যালয়ের শাবি প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্র ও সাধারণ সম্পাদক হাসান নাঈমসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, আমরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সংকট থেকে উত্তরণের জন্য কাজ শুরু করেছি, গুরুত্বপূর্ণ পদগুলোর ঘাটতি পূরণে প্রশাসনিক পদগুলোতে নিয়োগ দেওয়া হচ্ছে। পাশাপাশি আবাসিক সমস্যা নিরসনে ১ হাজার আসন বিশিষ্ট ২টি হল নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকার ফলে যে গ্যাপ তৈরি হয়েছে সেটাও দ্রুত নিরসনে কাজ চলমান রয়েছে।

এছাড়া আবাসিক হলগুলোতে খাবারের মান উন্নয়নে শিক্ষার্থীদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান উপাচার্য।

আপনার মন্তব্য

আলোচিত