নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২৪ ২২:০১

৮ দফা দাবিতে সিকৃবি শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রক্টরের পদত্যাগ সহ ৮ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি পুরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে প্রায় সাড়ে ৩ ঘন্টার বৈঠক শেষে একথা জানান শিক্ষার্থীরা।

এর আগে রেজিস্ট্রার প্রক্টরের পদত্যাগ সহ ৮ দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠকে বসেন শিক্ষার্থীরা। বেলা ১টায় শুরু হয়ে সাড়ে ৪টা পর্যন্ত চলে বৈঠক। এসময় শিক্ষার্থীদের ৩০ জনের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্ট্রার, প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান, আলোচনা ফলপ্রসূ হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবগুলো দাবি মেনে নেয়নি। তাই আন্দোলন চলবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। একইসঙ্গে প্রশাসনিক ভবনেও তালা দেওয়া থাকবে বলে জানান শিক্ষার্থীরা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক জানান, ৩০ সদস্যের শিক্ষার্থী দলের সাথে দীর্ঘ আলোচনায় আমরা তাদের দাবিগুলো শুনেছি। তাদের দাবি বাস্তবায়নে ভাইস চ্যান্সেলর সময় চেয়েছিলেন। তবে শিক্ষার্থীরা তা মানছেন না।

গত ২৪ অক্টোবর ছাত্রদলের একটি ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ছাত্রদলের সাথে সাধারন শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। পরে ব্যানার ছেঁড়ায় যারা জড়িত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমে তাদেরকে রাষ্ট্রদ্রোহী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সমর্থক হিসেবে মন্তব্য করা হয়। এর প্রতিবাদে রেজিস্ট্রার প্রক্টরের পদত্যাগ সহ ৮ দফা দাবিতে রোববার থেকে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

আপনার মন্তব্য

আলোচিত