০৩ নভেম্বর, ২০২৪ ১৭:৫৫
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।
রোববার (৩ নভেম্বর) দুই ধাপে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিমের সভাপতিত্বে এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ছাড়াও বিভিন্ন বিভাগের প্রধান, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে ‘এ’ ইউনিটে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। বিকালের পর্বে 'বি', 'সি' ইউনিট অর্থাৎ মানবিক ও ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন ও কার্যক্রম এবং নবীন শিক্ষার্থীদের পরিচিত করার লক্ষ্য ভিডিও ডকুমেন্টারি দেখানো হয়।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন বলেন, দেশসেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হতে পেরেছ এটা গৌরবের। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে। পড়ালেখা ও গবেষণার পাশাপাশি শরীরচর্চা করতে হবে। বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে কখনো নেশাগ্রস্ত হওয়া যাবে না। এসময় বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।
আপনার মন্তব্য