০৮ আগস্ট, ২০২৫ ২০:৩৩
নতুন গবেষকদের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দিকনির্দেশনামূলক সেমিনার ‘সাস্টসিসি রিসার্চ বুটক্যাম্প ২.০’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করে শাবিপ্রবির ক্যারিয়ারভিত্তিক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাবের ‘স্কুল অফ রিসার্চ ডেভেলপমেন্ট’ শাখা।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।
সেমিনারে বক্তৃতাকালে শাবিপ্রবির উপাচার্য ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, "আমাদের লক্ষ্য শাবিপ্রবিকে গবেষণায় আন্তর্জাতিক উচ্চতায় নিয়ে যাওয়া। এ লক্ষ্যে প্রতিটি শিক্ষার্থী ও গবেষককে দক্ষ, সৎ এবং উদ্ভাবনী হতে হবে। একজন ভালো গবেষক হতে হলে শুধু মেধা নয়, প্রয়োজন শারীরিক ও মানসিক সুস্থতা। এজন্য ভালোভাবে খাওয়া-দাওয়া এবং শৃঙ্খলিত জীবনযাপন জরুরি।"
তিনি আরও বলেন, “সমাজবিজ্ঞান, বাংলা ও ইংরেজি ভাষাবিজ্ঞান—সব ক্ষেত্রেই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা এর প্রয়োগ ঘটাতে চাই। গবেষণার প্রতিটি স্তরে প্রযুক্তির ইতিবাচক ব্যবহার আমাদের অগ্রগতি ত্বরান্বিত করবে।”
এসময় সেমিনারে আরও বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনির হোসাইন।
এসময় আরও উপস্থিত ছিলেন সাস্ট ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মুজাম্মেল হক ও অধ্যাপক ড. মাহবুবুল হাকিম।
আপনার মন্তব্য