ডেস্ক রিপোর্ট

১৪ মার্চ, ২০১৬ ২২:৩৫

বালাগঞ্জ কলেজে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতা

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী  উপলক্ষে বালাগঞ্জ ডিগ্রি কলেজে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। সোমবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

কলেজের প্রভাষক অহী আলম রেজার পরিচালনায় সভায় বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। ইতিহাসের গতিধারায় ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল আন্দোলনে অগ্রসৈনিক ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি যে জাদুকরী শক্তি দিয়ে বাংলার সকল মানুষকে মুক্তির মন্ত্রে উদ্বুদ্ধ করেছিলেন তা বিশ্বের ইতিহাসে বিরল। 

তিনি শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর শৈশব কৈশোর রাজনীতি, মানুষের প্রতি যে দরদ তা জানার পরামর্শ দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক অবিনাশ আচার্য, প্রভাষক আকরাম হোসেন, অহী আলম রেজা।

উপস্থিত ছিলেন অধ্যাপক নন্দা দে, অমিতা রানী দাশ, সাথী রানী দাশ, মিহির রঞ্জন তালুকদার, বুলবুল আহমদ প্রমুখ। 

আপনার মন্তব্য

আলোচিত