শাবি প্রতিনিধি

১৬ মার্চ, ২০১৬ ১৬:২০

২০ মার্চ থেকে শাবিতে বইমেলা শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থান এবং সাহিত্য বিষয়ক সংগঠন সাস্ট সাহিত্য সংসদ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ‘স্বপাত্থান-সাহিত্য সংসদ বইমলা-১৬’।

বইমলা চলবে ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত। 

২০ মার্চ রবিবার সকাল দশটায় অর্জুনতলায় বারোদিন ব্যপী এই বইমলার উদ্বোধন করবেন জনপ্রিয় কথাসাহিত্যিক এবং লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

এ সময় সংগঠনদ্বয়ের উপদষ্টাগণ উপস্থিত থাকবেন। বুধবার শাবি প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান স্বপ্নোত্থান ও সাহিত্য সংসদের সভাপতিদ্বয়।

বইমলায় মোট ১৫ টি প্রকাশনী থাকবে বলেন তারা। প্রকাশনীগুলো হলো অবসর, মাওলা ব্রাদার্স, পার্ল, রোদেলা, কাকলী, অনন্যা, সময়, তাম্রলিপি, নাগরী, ইত্যাদি, অন্বেষা, আগামী, আদর্শ, সংবাদ ও চৈতন্য।

উল্লেখিত প্রকাশনীর একুশ বইমলাতে প্রকাশিত নতুন সব বইসহ জনপ্রিয় বই পাওয়া যাবে। এছাড়া সকল বইয়ের উপর থাকছে ২৫% মূল্য ছাড়। এছাড়া প্রতিজন ৩০০ টাকার বই কিনলে পাবেন একটি কুপন।

মেলার শেষের দিন র‌্যাফেল ড্র-য়ের মাধ্যমে বিজয়ীর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হবে।

‘স্বপোত্থান-সাহিত্য সংসদ বইমেলা-১৬’ এর সার্বিক সহযাগীতায় রয়েছে মার্লিন বিল্ডারস।

আপনার মন্তব্য

আলোচিত