শাবি প্রতিনিধি

২৩ মার্চ, ২০১৬ ১৯:৫৪

বিএনসিসি শাবি ইউনিটের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর(বিএনসিসি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিট এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার আনন্দ র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে শাবি ইউনিট।

বেলা ১ টায় দিবসটি উপলক্ষে প্রশাসনিক ভবন-২ এর সামনে থেকে আনন্দ র‌্যালী বের করে। র‌্যালীটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিভার্সিটি সেন্টারে(ছাত্র-শিক্ষক কেন্দ্র) গিয়ে শেষ হয়। এর পরে ইউনিভার্সিটি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ড. রাশেদ তালুকদার, শাবি বিএনসিসি ইউনিটের প্রধান বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক লে. ড. আশ্রাফুল করিম, সহকারী প্রক্টর জাহিদ হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে উপাচার্য গণিত বিভাগের শিক্ষার্থী রিদুয়ানা খান খুশবুকে ক্যাডেট আন্ডার অফিসার ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী নাসির হোসেনকে সার্জেন্ট ব্যাজ পরিয়ে দেন।

আপনার মন্তব্য

আলোচিত