শাবি প্রতিনিধি

১৯ এপ্রিল, ২০১৬ ২২:০০

শাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই দশক পূর্তি উৎসব বুধবার

নিজেদের বিশ বছর পূর্তি উপলক্ষে দিন ব্যাপি উৎসব পালন করতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।  বুধবার  ‘ফিরে দেখা :২০ বছর’ শিরোনামে দিন ব্যাপি উৎসব পালিত হবে। মঙ্গলবার বিভাগটির পক্ষ থেকে পাঠানো এক আমন্ত্রণ বার্তায় এ তথ্য জানা যায়।

দিন ব্যাপি আয়োজনের মধ্যে রয়েছে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, প্রাক্তন শিক্ষার্থীদের বরণ, সেমিনার ও মুক্ত আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

ওই দিন বেলা ১১টায় আনন্দ র‌্যালির মধ্য দিয়ে দিন ব্যাপি উৎসব শুরু হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বেলা সাড়ে ১১টায় “রাজনীতি ও বাংলাদেশ” শীর্ষক সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।

বিকাল ৫টায় একই স্থানে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক দিলারা রহমানের সভাপতিত্বে এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া।

আপনার মন্তব্য

আলোচিত